ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৮
জুমুআর দিনে যুহরের সালাত জামাআতে আদায় করা চলবে না
(৯৮৮) আলী রা. বলেন, জুমুআর দিনে ইমামের সাথে ছাড়া জামাআত হবে না ।
عن علي رضي الله عنه قال: لا جماعة يوم الجمعة إلا مع الإمام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯৮৮ | মুসলিম বাংলা