ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮৭
যে ব্যক্তি জুমুআর এক রাকআত পেল সে জুমুআ পেল আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যুহর আদায় করবে
(৯৮৭) ইবন মাসউদ রা. বলেন, যদি কেউ জুমুআর সালাতের এক রাকআত পায় তাহলে সে যেন আরেক রাকআত তার সাথে যুক্ত করে। আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যেন চার রাকআত আদায় করে।
عن عبد الله رضي الله عنه قال: من أدرك من الجمعة ركعة فليضف إليها أخرى ومن فاتته الركعتان فليصل أربعا
