ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭৬
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিনে ইমামের খুতবা দানের সময় কথা বলে সেই ব্যক্তির দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো। আর যে ব্যক্তি তাকে চুপ করতে বলবে তার কোনো জুমুআ নেই।
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليس له جمعة
