ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৭২
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৭২) তাবি’-তাবিয়ি ইউনুস বলেন, আমি (তাবিয়ি) ইবন শিহাব যুহরিকে জুমুআর দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর খুতবার তাশাহহুদ বা প্রারম্ভিকা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে উপরের তাশাহহুদের অনুরূপ বর্ণনা দিলেন । শেষে তিনি বলেন, ‘এবং যে তাঁদের অবাধ্যতা করবে সে বিপথগামী হবে। এবং আমরা আমাদের প্রভু আল্লাহর নিকট প্রার্থনা করি যে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন যারা তাঁর আনুগত্য করে, এবং তাঁর রাসূলের আনুগত্য করে, এবং তাঁর সন্তুষ্টির অনুসরণ করে এবং তাঁর অসন্তুষ্টি পরিহার করে চলে। আমরা তো শুধুমাত্র তাঁরই কারণে এবং তাঁরই জন্য'।
عن يونس أنه سأل ابن شهاب عن تشهد رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فذكر نحوه قال: ومن يعصهما فقد غوى ونسأل الله ربنا أن يجعلنا ممن يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه فإنما نحن به وله
tahqiqতাহকীক:তাহকীক চলমান