ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭১
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৭১) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন খুতবার শুরুতে তাশাহহুদ পাঠ করতেন তখন বলতেন, ‘প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁর সাহায্য প্রার্থনা করি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং আমরা আমাদের নফসের অকল্যাণ ও ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করি। যাকে আল্লাহ সুপথে পরিচালিত করেন তার কোনো বিভ্রান্তকারী নেই। এবং যাকে তিনি বিপথগামী করেন তার কোনো পথপ্রদর্শক নেই । এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল। তিনি তাঁকে সত্যসহ সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারীরূপে প্রেরণ করেছেন কিয়ামতের পূর্বে। যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করবে সে সুপথপ্রাপ্ত হবে। এবং যে ব্যক্তি তাঁদের অবাধ্য হবে সে শুধুমাত্র নিজেরই ক্ষতি করবে। সে আল্লাহর কোনোই ক্ষতি করবে না' ।
عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تشهد قال: الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أنّ محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا
