ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫৭
নামাযের অধ্যায়
জুমুআর সালাত শহরে, গ্রামে নয়
(৯৫৭) আলী রা. বলেন, পরিপূর্ণ শহর ছাড়া তাশরীক (তাকবীরে তাশরীক বা সালাতুল ঈদ) হবে না, জুমুআও হবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لا تشريق ولا جمعة إلا في مصر جامع
tahqiqতাহকীক:তাহকীক চলমান