ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫৭
জুমুআর সালাত শহরে, গ্রামে নয়
(৯৫৭) আলী রা. বলেন, পরিপূর্ণ শহর ছাড়া তাশরীক (তাকবীরে তাশরীক বা সালাতুল ঈদ) হবে না, জুমুআও হবে না।
عن علي رضي الله عنه قال: لا تشريق ولا جمعة إلا في مصر جامع
tahqiqতাহকীক:তাহকীক চলমান