ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৬
জুমুআর সালাত শহরে, গ্রামে নয়
(৯৫৬) ইবন আব্বাস রা. বলেন, মদীনায় মসজিদে নববিতে জুমুআর সালাত প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম জুমুআ প্রতিষ্ঠিত হয় বাহরাইনে (আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে) জুওয়াসা নামক স্থানে আব্দুল কাইস গোত্রের মসজিদে।
عن ابن عباس رضي الله عنهما أنه قال: أول جمعة جمعت بعد جمعة في مسجد رسول الله صلى الله عليه وسلم في مسجد عبد القيس بجواثي من البحرين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, ৬ হিজরিতে জুওয়াসার মসজিদে জুমুআ প্রতিষ্ঠিত হয় এ থেকে বোঝা যায় যে, শুধুমাত্র মদীনা, জুওয়াসা ও এই প্রকারের শহরেই জুমুআর সালাত আদায় করতে হবে, অন্যত্র নয় ।
