ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫১
জুমুআর দিনে সফর করা
(৯৫১) উমার রা. বলেন, জুমুআর সালাত সফর আটকায় না,যতক্ষণ না দ্বিপ্রহর এসে যায়’ । অন্য বর্ণনায়: ...‘যতক্ষণ না জুমুআর ওয়াক্ত এসে যায়'।
عن عمر رضي الله عنه قال: إن الجمعة لا تحبس عن سفر... ما لم يجئ الرواح... ما لم يحضر وقتها

হাদীসের ব্যাখ্যা:

[গ্রন্থকার আব্দুর রাযযাকের বর্ণনাটি ইবনুল কাইয়িমের যাদুল মাআদের বরাতে উদ্ধৃত করেছেন। যাদুল মাআদ ও আব্দুর রাযযাকের মুসান্নাফে প্রথম অংশটি ما لم يجئ الرواح ও এর পরিবর্তে ما لم يحن الرواح রয়েছে। তবে শব্দের এই পরিবর্তনে অর্থের কোনো পরিবর্তন হয় না। দেখুন: মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৫৫৩৬, ৫৫৩৭; যাদুল মাআদ ১/৩৭২। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯৫১ | মুসলিম বাংলা