ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৭
কখন কসর করতে হবে
(৯৩৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন মদীনার গিরিপথ অতিক্রম করতেন তখন কসর করতেন। যখন ফিরে আসতেন তখন মদীনায় প্রবেশ করা পর্যন্ত কসর করতেন।
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقصر حين يخرج من شعب المدينة ويقصر إذا رجع حتى يدخلها
