ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৬
কখন কসর করতে হবে
(৯৩৬) আলী ইবন রাবীআহ বলেন, আলী ইবন আবু তালিব রা. একবার সফরে বের হয়ে কসর করা শুরু করেন, তখনও তিনি বাড়িঘর দেখতে পাচ্ছিলেন । যখন তিনি ফিরে আসলেন, তখন তাকে বলা হল, এই তো কুফা । তিনি বললেন, না, কুফার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত (কসর চলবে)।
عن علي بن ربيعة قال: خرج علي بن أبي طالب رضي الله عنه فقصر وهو يرى البيوت فلما رجع قيل له هذه الكوفة قال: لا حتّى ندخلها
