ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৮
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৮) আবু হুরাইরা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সূরা ইনশিকাক (ইযাস সামাউন শাক্কাত) ও সূরা আলাক (ইকরা বিসমি রাব্বিকা) এর মধ্যে সাজদা করি।
عن أبي هريرة رضي الله عنه قال: سجدنا مع النبي صلى الله عليه وسلم في إذا السماء انشقت واقرأ باسم ربك
