ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৭
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৭) তাবিয়ি আবু রাফি’ বলেন, আমি আবু হুরাইরা রা.র সাথে ইশার সালাত আদায় করি। তিনি সূরা ইনশিকাক (ইয়াস সামাউন শাক্কাত) পাঠ করেন এবং সাজদা করেন। তখন আমি বললাম, এ কী? তিনি বললেন, আমি আবুল কাসিম (রাসূলুল্লাহ) (ﷺ) এর পেছনে এই সূরা পাঠ করে সাজদা করছি। কাজেই আমি তাঁর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই সূরায় সাজদা করেই যাব।
عن أبي رافع قال: صليت مع أبي هريرة رضي الله عنه العتمة فقرأ إذا السماء انشقت فسجد فقلت ما هذه؟ قال سجدت بها خلف أبي القاسم صلى الله عليه وسلم فلا أزال أسجد فيها حتى ألقاه
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)