আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৪০
৩০৮৯. মহিলাদের রেশমী কাপড় পরিধান করা।
৫৪২২। সুলাইমান ইবনে হারব ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাকে একটি রেশমী হুল্লা (সেলাই বিহীন লুঙ্গি ও চাঁদরের একজোড়া কাপড়) পরতে দেন। আমি তা পরে বের হই। কিন্তু তাঁর (নবী ﷺ এর) চেহারায় অসন্তোষের ভাব লক্ষ্য করি। সুতরাং আমি তা ফেঁড়ে আমার পরিবারের মহিলাদের মধ্যে বণ্টন করে দেই।
