ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৫
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুদ দুহা চার রাকআত আদায় করতেন। এবং তিনি এর উপর যত ইচ্ছা বাড়াতেন।
عن عائشة رضي الله عنها: كان رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة الضحى أربع ركعات ويزيد ما شاء
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৬৫ | মুসলিম বাংলা