ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫৫
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৫) আলী রা. বলেন, যদি কেউ জুমুআর পরে সালাত আদায় করে, তবে সে যেন ছয় রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه: من كان مصلياً بعد الجمعة فليصل ستا
tahqiqতাহকীক:তাহকীক চলমান