ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৫৪
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন জুমুআর সালাত আদায় করবে, তখন যেন সে তার পরে চার রাকআত সালাত আদায় করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم الجمعة فليصل بعدها أربعا
