ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫১
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশার সালাত আদায় করে যখনই আমার ঘরে প্রবেশ করতেন, তখনই তিনি চার বা ছয় রাকআত সালাত আদায় করতেন।
عن عائشة رضي الله عنها قالت: ما صلى رسول الله صلى الله عليه وسلم العشاء قط فدخل علي إلا صلى أربع ركعات أو ست ركعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান