ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৩
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৩) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে দশ রাকআত সালাত মুখস্থ করে রেখেছি: যুহরের পূর্বে দুই রাকআত এবং যুহরের পরে দুই রাকআত, মাগরিবের পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত, ইশার পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত এবং ফজরের পূর্বে দুই রাকআত।
عن ابن عمر رضي الله عنهما قال: حفظت من النبي صلى الله عليه وسلم عشر ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل صلاة الصبح
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন