ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪২
বিতরের পরের দুই রাকআত
(৮৪২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুই রাকআত সালাত বিতরের পরে আদায় করতেন বসা অবস্থায়। তিনি এই দুই রাকআতে সূরা যিলযাল ও সূরা কাফিরূন পাঠ করতেন।
عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصليهما بعد الوتر وهو جالس يقرأ فيهما إذا زلزلت الأرض وقل يا أيها الكافرون
