ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৮
নামাযের অধ্যায়
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮২৮) তাবিয়ি আব্দুর রহমান ইবন আবু লাইলা (৮৩ হি.) কে সালাতুল বিতরের দুআ (কুনুত) সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, বারা' ইবন আযিব রা. আমাদেরকে বলেছেন, কুনুত স্থায়ী সুন্নত।
كتاب الصلاة
عن عبد الرحمن بن أبي ليلى أنه سأله عن القنوت في الوتر فقال: حدثنا البراء رضي الله عنه قال: سنة ماضية
হাদীসের ব্যাখ্যা:
কুনুত শব্দের অর্থ দাঁড়ানো, বিনম্র দাঁড়ানো, দুআ করা ইত্যাদি। সাধারণত সালাতের মধ্যে দাঁড়িয়ে যে দুআ করা হয় তাকে কুনুত বলা হয়। (অনুবাদক)