ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮১৫
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৫) আলী রা. বলেন, বিতর তোমাদের ফরয সালাতের মতো আবশ্যকীয় নয়। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) বিতর আদায় করেছেন। এরপর তিনি বলেছেন, হে আহলে কুরআন, তোমরা বিতর আদায় করো।
عن علي رضي الله عنه قال: الوتر ليس بحتم كصلاتكم المكتوبة ولكن رسول الله صلى الله عليه وسلم أوتر ثم قال: يا أهل القرآن أوتروا
হাদীসের ব্যাখ্যা:
রসূল স. এ হাদীসে বিতির পড়ার নির্দেশ দিয়েছেন যা দ্বারা প্রমাণিত হয় যে, বিতির পড়া ওয়াজিব। হযরত বুরাইদা বিন হুসাইব রা. থেকে সহীহ সনদে বর্ণিত অপর একটি হাদীসে আছে যে, রসূল স. ইরশাদ করেন: বিতির হক তথা ওয়াজিব। যে ব্যক্তি বিতির পড়লো না সে আমার দলভুক্ত নয়। (আবু দাউদ-১৪১৯) হাকেম আবু আব্দুল্লাহ বলেন, هَذَا حَدِيثٌ صَحِيحٌ এ হাদীসটি সহীহ। (মুসতাদরাকে হাকেম-১১৪৬, ১১৪৭) হযরত ইবনে উমার রা. থেকে আরো একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূল স. বলেন: মাগরিবের নামায হলো দিনের বিতির। সুতরাং তোমরা রাতের বিতিরও পড়ো। (মুসনাদে আহমাদ-৪৮৪৭) শায়খ শুআইব আরনাউত রহ. বলেন, এ হাদীসের সকল রাবীই নির্ভরযোগ্য এবং বুখারী-মুসলিমের রাবী। (মুসনাদে আহমাদ-৪৮৪৭)। এসব কিছুর আলোকে হানাফী মাযহাবের সিদ্ধানত্ম এই যে, বিতির নামায ওয়াজিব। (বায়েউস সানায়ে’: ১/২৭১)
