ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৪
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৪) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বিতর হক বা দায়িত্ব; কাজেই যে বিতর পালন করবে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় । তিনি তিনবার এই কথাটি বলেন।
عن بريدة رضي الله عنه مرفوعا: الوتر حق فمن لم يوتر فليس منا ….. ثلاثا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮১৪ | মুসলিম বাংলা