ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৮
কা'বার মধ্যে সালাত
(৮০৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কা'বা গৃহের মধ্যে প্রবেশ করেন । সে সময়ে কা'বা গৃহের মধ্যে ছয়টি খুঁটি ছিল। তিনি একটি খুঁটির নিকট দুআ করেন। তিনি সালাত আদায় করেন নি।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم دخل الكعبة وفيها ست سوار فقام عند سارية فدعا ولم يصل

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, ইবন উমারের হাদীসে সালাত আদায়ের কথা একটি ঘটনার বিবরণ এবং ইবন আব্বাসের এই হাদীসটি অন্য একটি ঘটনার বিবরণ কাজেই দুইটি হাদীসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। সুহাইলি একথা বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮০৮ | মুসলিম বাংলা