ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৬
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের প্রত্যেকে নিজ নিজ মসজিদে সালাত আদায় করবে এবং মসজিদ বেছে বেড়াবে না বা বিশেষ কোনো মসজিদে সালাত আদায়ের জন্য চেষ্টা করবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ليصل أحدكم في مسجده ولا يتتبع المساجد

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর অর্থ হল, উপরোক্ত তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ বেছে বা খুঁজে সালাত আদায়ের চেষ্টা করবে না ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮০৬ | মুসলিম বাংলা