ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৫
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার মসজিদে একটি সালাত মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)