আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮২৯
৩০৮৪. পুরুষের জন্য রেশমী পোশাক পরিধান করা, রেশমী চাদর বিছানো এবং কী পরিমাণ রেশমী কাপড় ব্যবহার বৈধ।
৫৪১২। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... আবু উসমান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আজারবাইজানে ছিলাম। এ সময় উমর (রাযিঃ) আমাদের কাছে পত্র লিখে পাঠান যে, নবী (ﷺ) রেশমী কাপড় পরিধান করতে নিষেধ করেছেন; কিন্তু এতটুকু এবং নবী (ﷺ) তাঁর দুআঙ্গুল দ্বারা এর পরিমাণ আমাদের বলে দিয়েছেন। যুহাইর মধ্যমা ও শাহাদাত আঙ্গুল তুলে ধরে দেখিয়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন