আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮২৮
৩০৮৪. পুরুষের জন্য রেশমী পোশাক পরিধান করা, রেশমী চাদর বিছানো এবং কী পরিমাণ রেশমী কাপড় ব্যবহার বৈধ।
৫৪১১। আদম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু উসমান নাহদী রাহঃ থেকে শুনেছি, তিনি বলেছেনঃ আমাদের কাছে উমর (রাযিঃ) এর এক পত্র আসে, এ সময় আমরা উতবা ইবনে ফারকাদের সঙ্গে আজারবাইজানে অবস্থান করছিলাম। (তাতে লেখা ছিল) রাসূলুল্লাহ (ﷺ) রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে এতটুকু এবং ইশারা করলেন, বৃদ্ধা আঙ্গুলের সাথে মিলিত দু আঙ্গুল দ্বারা। (বর্ণনাকারী বলেনঃ) আমরা বুঝলাম যে, (বৈধতার পরিমাণ) জানিয়ে তিনি পাড় ইত্যাদি উদ্দেশ্য করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন