ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯১
ওযু-বিহীন ব্যক্তি, গোসল-বিহীন ব্যক্তি ও ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ
(৭৯১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এ সকল বাড়িঘরের মুখগুলো মসজিদ থেকে ঘুরিয়ে নাও; কারণ আমি কোনো ঋতুবতী মহিলা বা গোসল আবশ্যক মানুষের জন্য মসজিদে প্রবেশ বৈধ করব না।
عن عائشة رضي الله عنها مرفوعا: وجهوا هذه البيوت عن المسجد فإني لا أحل المسجد لحائض ولا جنب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৯১ | মুসলিম বাংলা