ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮৯
খালি পায়ে ও স্যান্ডেল-জুতা পায়ে সালাত আদায়
(৭৮৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে খালি পায়ে ও স্যান্ডেল জুতা পায়ে সালাত আদায় করতে দেখেছি।
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي حافيا ومنتعلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৮৯ | মুসলিম বাংলা