ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮৭
মসজিদের মধ্যে বা সালাতরত অবস্থায় থুথু ফেলা মাকরূহ
(৭৮৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মসজিদের মধ্যে থুথু ফেলা পাপ। এই পাপের কাফফারা হল তা পুতে ফেলা।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: البزاق في المسجد خطيئة وكفارتها دفنها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৭৮৭ | মুসলিম বাংলা