ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮২
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যদি দেখ যে, কেউ মসজিদের মধ্যে ক্রয় বা বিক্রয় করছে তাহলে তোমরা বলবে, 'আল্লাহ যেন তোমার ব্যবসায়ে লাভ না দেন'। আর যদি তোমরা দেখ যে, কেউ মসজিদের মধ্যে হারানো কিছু খোঁজ করছে তাহলে তোমরা বলবে, ‘তোমার হারানো বস্তু যেন আল্লাহ তোমাকে ফেরত না দেন’ ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا: لا أربح الله تجارتك وإذا رأيتم من ينشد فيه ضالة فقولوا: لا رد الله عليك
