ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮০
মসজিদ নিয়ে গৌরব-অহঙ্কার করা ও সেগুলোতে কারুকার্য করা
(৭৮০) আব্দুল্লাহ ইবন উমার রা. মসজিদে নববির বিবরণে বলেন,... এরপর উসমান রা. মসজিদের পরিবর্তন-পরিবর্ধন করেন । তিনি এর আয়তন অনেক বৃদ্ধি করেন। তিনি মসজিদের দেয়াল নকশাকরা পাথর ও চুন দিয়ে তৈরী করেন। তিনি মসজিদের স্তম্ভগুলো নকশাকরা পাথর দিয়ে তৈরী করেন। আর তিনি মূল্যবান ভারতীয় ‘ওক’ কাঠ দিয়ে মসজিদের ছাদ তৈরী করেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما في قصة مسجد النبي صلى الله عليه وسلم: ثم غيره عثمان رضي الله عنه فزاد فيه زيادة كثيرة وبنى جداره بالحجارة المنقوشة والقصة وجعل عمده من حجارة منقوشة وسقفه بالساج
