ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৫২
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫২) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাত স্থানে সালাত আদায় বৈধ নয়: বাইতুল্লাহর উপরে, গোরস্থানে, ময়লা আবর্জনার রাখার স্থানে, কসাইখানা বা জবাইয়ের স্থানে, গোসলখানায়, উটের বাথানে এবং রাস্তার মাঝে।
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا: سبع مواطن لا تجوز فيها الصلاة ظاهر بيت الله والمقبرة والمزبلة والمجزرة والحمام وعطن الإبل ومحجة الطريق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৫২ | মুসলিম বাংলা