ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪০
সালাতের মধ্যে উপরের দিকে তাকানো
(৭৪০) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সকল মানুষ সালাতের মধ্যে তাদের দৃষ্টি উপরে উঠায় তারা যেন অবশ্যই তা থেকে বিরত হয়; না হলে তাদের দৃষ্টি আর তাদের কাছে ফিরে আসবে না।
عن جابر بن سمرة رضي الله عنه مرفوعا: لينتهين أقوام يرفعون أبصارهم إلى السماء في الصلاة أو لا ترجع إليهم
