ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩৯
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো, আশেপাশে তাকানো এবং ঘাড় ঘোরানো
(৭৩৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে ডানে বামে তাকাতেন, তবে তিনি তাঁর ঘাড় তাঁর পিঠের দিকে ঘুরাতেন না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يلحظ في الصلاة يمينا وشمالا ولا يلوي عنقه خلف ظهره