ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৬
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৬) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন যদি তার সামনে উটের পিঠের আসনের পেছনে হেলান দেওয়ার কাঠের পরিমাণ কিছু থাকে তাহলে তা তাকে আড়াল করবে। আর যদি ওই পরিমাণ কিছু না থাকে তাহলে গাধা, মহিলা ও কালো কুকুর সালাত ভঙ্গ করবে।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: إذا قام أحدكم يصلي فإنّه يستره إذا كان بين يديه مثل آخرة الرحل فإذا لم يكن بين يديه مثل آخرة الرحل فإنه يقطع صلاته الحمار والمرأة والكلب الأسود
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এ সকল হাদীসের ব্যাখ্যা হল, এগুলো সালাতের মনোযোগ ভঙ্গ করে, মূল সালাত নষ্ট করে না বা ভঙ্গ করে না নিম্নের হাদীস থেকে তা বোঝা যায়।
