ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৮
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৮) যাইদ ইবন আরকাম রা. বলেন, আমরা সালাতের মধ্যে কথা বলতাম । মুসল্লী সালাতের মধ্যে তার পার্শ্ববর্তী সাথির সাথে কথা বলত । অতঃপর কুরআনের বাণী ‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে' নাযিল হল। তখন আমাদেরকে নীরবতার নির্দেশ দেওয়া হল এবং কথা বলতে নিষেধ করা হল।
عن زيد بن أرقم رضي الله عنه قال: كنا نتكلم في الصلاة يكلم الرجل صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت: وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام
