ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮৯
ইমাম যামিনদার
(৬৮৯) আলী রা. বলেন, আযানের কর্তৃত্ব মুয়াযযিনের বেশী এবং ইকামতের কর্তৃত্ব ইমামের বেশী।
عن علي رضي الله عنه قال: المؤذن أملك بالأذان والإمام أملك بالإقامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৮৯ | মুসলিম বাংলা