ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮৩
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৩) উমার রা. থেকে বর্ণিত, তিনি মাগরিবের সালাতে ভুল করেন। তিনি তখন মুকতাদিগণের সাথে পুনরায় সালাত আদায় করেন।
عن عمر رضي الله عنه أنه نسي في صلاة المغرب فأعاد بهم الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান