ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৭
মেয়েদের ইমামতি
(৬৭৭) মহিলা তাবিয়ি রীতা বলেন, আয়িশা রা. এক ফরয সালাতে তাদের ইমামতি করেন। তিনি তাদের মাঝে দাঁড়ান।
عن ريطة أن عائشة رضي الله عنها أمتهن وقامت بينهن في صلاة مكتوبة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর ব্যাখ্যা হল, এভাবে মেয়েদের জামাআত জায়িয তবে মাকরূহ । ইতিপূর্বে উল্লিখিত আলী রা.র মত থেকে তা বোঝা যায় । তিনি বলেছেন, 'মেয়েরা ইমামতি করবে না'। এ হল মেয়েদের জন্য মেয়েদের ইমামতি । পুরুষদের জন্য মেয়েদের ইমামতি জায়িয নয়। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান