ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৬
নফল সালাত আদায়কারীর পেছনে সালাত আদায় করা
(৬৭৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতের ইকামত দেওয়া হলে ফরয সালাত ছাড়া অন্য কোনো সালাত থাকে না।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, তবে ফরয সালাত আদায়কারীর পেছনে নফল সালাত আদায় করা ইশা ও যুহরের সালাতের ক্ষেত্রে জায়িয। ইতিপূর্বে উল্লিখিত একটি হাদীস (নং ৬৪৫) থেকে আমার তা জানতে পেরেছি । উক্ত হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) জামাআতের পরে আগমনকারীর জন্য বলেন, কে এই ব্যক্তির সাথে সালাত আদায় করে তার সাথে ব্যবসা করবে, অথবা তাকে কিছু দান-সাদকা করবে । তখন একব্যক্তি তার সাথে সালাত আদায় করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন