ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৫
নফল সালাত আদায়কারীর পেছনে সালাত আদায় করা
(৬৭৫) মুআয ইবন রিফাআর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুআয ইবন জাবাল রা.কে বলেন, হে মুআয, তুমি ফিতনাকারী হোয়ো না। তুমি হয় আমার সাথে সালাত আদায় করবে, অথবা তোমার সম্প্রদায়ের সালাত সংক্ষেপে আদায় করাবে।
عن معاذ بن رفاعة الأنصاري رضي الله عنه مرفوعا: يا معاذ بن جبل لا تكن فتانا إما أن تصلي معي وإما أن تخفف على قومك

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীসের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় যে, তিনি মুআযকে দুইটির একটির মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশ দেন, হয় তাঁর সাথে সালাত আদায় করবেন, অথবা তার সম্প্রদায়ের ইমামতি করবেন, দুইটি বিষয় একত্র করবেন না। ইমাম আহমাদ বলেছেন, মুআয রা.র হাদীসের শেষে ‘দ্বিতীয় বারে আদায়কৃত সালাত তার জন্য নফল হত আর তার সম্প্রদায়ের মানুষদের জন্য তা ফরয হত' এই অতিরিক্ত বাক্যটি দুর্বল । তা কোনো নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয় নি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৭৫ | মুসলিম বাংলা