ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৬
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৬) জাবির রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, তোমরা শুনে রাখো! কোনো মহিলা পুরুষের ইমামতি করবে না।কোনো বেদুঈন মুহাজিরের ইমামতি করবে না। কোনো পাপী মুমিনের ইমামতি করবে না, তবে যদি সে তাকে ক্ষমতার দাপটের অধীনস্থ করে যাতে সে তার তরবারি বা লাঠির ভয় পায়।
عن جابر رضي الله عنه مرفوعا: ألا لا تؤمن امرأة رجلا ولا يؤم أعرابي مهاجرا ولا يؤم فاجر مؤمنا إلا أن يقهره بسلطان يخاف سيفه وسوطه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৬৬ | মুসলিম বাংলা