ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৫
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৫) তাবিয়ি মাকহুল (মৃ: ১১৩ হি.) বলেন, আবু হুরাইরা রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের উপর সালাত অত্যাবশ্যকীয় যে কোনো মুসলিমের পেছনে, সে নেককার হোক বা পাপী হোক, যদিও সে কবীরা গোনাহ করে থাকে।তোমাদের উপর সালাত অত্যাবশ্যকীয় যে কোনো মুসলিমের পেছনে, সে নেককার হোক বা পাপী হোক, যদিও সে কবীরা গোনাহ করে থাকে।
عن مكحول عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الصلاة واجبة عليكم خلف كل مسلم برا كان أو فاجرا وإن عمل الكبائر والصلاة واجبة على كل مسلم برا كان أو فاجرا وإن عمل الكبائر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৬৫ | মুসলিম বাংলা