ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৩
নামাযের অধ্যায়
রাকআত পাওয়া
(৬৫৩) আলী রা. ও ইবন মাসউদ রা. বলেন, যে ব্যক্তি রুকু পেল না, সে যেন সাজদা গণনায় না আনে।
كتاب الصلاة
عن علي وابن مسعود رضي الله عنهما قالا: من لم يدرك الركعة فلا يعتد بالسجدة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, ইতিপূর্বে সালাতের ওয়াক্ত বিষয়ক পরিচ্ছেদে আবু দাউদ সঙ্কলিত একটি হাদীস (৩৩৬ নং হাদীস) এই অর্থে উল্লেখ করা হয়েছে । উক্ত হাদীসে বলা হয়েছে, 'তোমরা যখন সালাতের জন্য আগমন করবে তখন যদি আমরা সাজদারত থাকি তাহলে তোমরাও সাজদা করবে, তবে একে কিছুই গণনা করবে না। আর যে ব্যক্তি রাকআত (রুকু) পেল সে সালাত পেল'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান