ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫০
জামাআতের পুনরাবৃত্তি
(৬৫০) জা'দ ইবন উসমান বলেন, আনাস ইবন মালিক রা. একটি মসজিদে আগমন করেন। সেখানে জামাআতে সালাত আদায় হয়ে গিয়েছিল । তিনি তখন আযান দেন, ইকামত দেন এবং জামাআতে সালাত আদায় করেন।
عن الجعد أبي عثمان قال: جاء أنس بن مالك رضي الله عنه إلى مسجد قد صلي فيه فأذن وأقام وصلى جماعة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এই ঘটনাটি সফরে ঘটেছিল, ফজরের সালাত আদায় করার ক্ষেত্রে। আল্লাহই ভালো জানেন।
