ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৯
জামাআতের পুনরাবৃত্তি
(৬৪৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবিগণকে নিয়ে জামাআতে সালাত শেষ করেন। এরপর একব্যক্তি আগমন করেন। তখন নবী (ﷺ) বলেন, কে এই ব্যক্তির সাথে সালাত আদায় করে তার সাথে ব্যবসা করবে, অথবা তাকে কিছু দান-সাদকা করবে। তখন একব্যক্তি তার সাথে সালাত আদায় করেন।
عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بأصحابه ثم جاء رجل فقال نبي الله صلى الله عليه وسلم من يتجر أو يتصدق على هذا فيصلي معه قال فصلى معه رجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৪৯ | মুসলিম বাংলা