ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৫
সালাতের মধ্যে একই সূরা বারবার পাঠ করা
(৬০৫) জুহাইনা গোত্রের একজন সাহাবি বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে ফজরের সালাতের দুই রাকআতেই ‘ইযা যুলযিলাতিল আরদু’ বা সূরা যিলযাল পাঠ করতে শুনেছেন। তিনি বলেন, আমি জানি না, রাসূলুল্লাহ (ﷺ) ভুলে গিয়েছিলেন না তিনি ইচ্ছা করে এভাবে একই সূরা দুই রাকআতে পাঠ করেছিলেন।
عن رجل من جهينة أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ في الصبح إذا زلزلت الأرض في الركعتين كلتيهما فلا أدري أنسي رسول الله صلى الله عليه وسلم أم قرأ ذلك عمدا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, হাদীসের ভাষা থেকেই বোঝা যায় যে, এভাবে একই সূরা দুই রাকআতে পাঠ করা জায়িয, তবে তা রাসূলুল্লাহ (ﷺ) এর অভ্যাস ছিল না। তবে নফল সালাতের মধ্যে এভাবে একই সূরা প্রত্যেক রাকআতে পাঠের অভ্যাস করাও জায়িয। নিম্নের হাদীস থেকে তা জানা যায়। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬০৫ | মুসলিম বাংলা