ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৬
সালাতের মধ্যে একই সূরা বারবার পাঠ করা
(৬০৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, একব্যক্তি শুনতে পায় যে, আরেক ব্যক্তি শেষ রাতের সালাতে শুধুমাত্র সূরা ইখলাস বারবার পাঠ করছে, এর বেশী কিছু পাঠ করছে না। সকালে সে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বিষয়টি উল্লেখ করে। (রাসূলুল্লাহ (ﷺ) ওই ব্যক্তির কর্মের স্বীকৃতি দিয়ে বলেন) যার হাতে আমার জীবন তাঁর কসম, সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান।
عن أبي سعيد الخدري رضي الله عنه أن رجلا سمع رجلا يقرأ (من السحر) قل هو الله أحد يرددها (لا يزيد عليها) فلما أصبح جاء إلى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له... فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৬০৬ | মুসলিম বাংলা