ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৩
এক রাকআতে একাধিক সূরা একত্র করা
(৬০৩) তাবিয়ি নাফি’ বলেন, অনেক সময় ইবন উমার রা. ফরয সালাতের মধ্যে একই রাকআতে দুইটি বা তিনটি সূরা একত্রে পাঠ করে আমাদের ইমামতি করতেন।
عن نافع قال: ربما أمنا ابن عمر رضي الله عنهما بالسورتين والثلاث في الفريضة (في رواية مالك: في الركعة الواحدة من صلاة الفريضة)

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, প্রত্যেক রাকআতে একটি সূরা পড়াই উত্তম । নিচের হাদীস থেকে তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান